Maple Art Gallery

Maple Art Gallery Natural Botany Art And Calligraphy Art .

কি ফুল হতে পারে???...এতো কাজের চাপে আঁকার সময় করে উঠা কঠিন হয়ে যাচ্ছে।... 🥴🥴🥴
06/19/2025

কি ফুল হতে পারে???...
এতো কাজের চাপে আঁকার সময় করে উঠা কঠিন হয়ে যাচ্ছে।... 🥴🥴🥴

নীল রঙ যেমন বিষাদের, তেমনি একটা রাজকীয় ভাবও আছে। ভারতের বিমান দূর্ঘটনায় কতগুলো মানুষের মৃত্যু হলো। মানুষের মৃত্যু কতটা অ...
06/14/2025

নীল রঙ যেমন বিষাদের, তেমনি একটা রাজকীয় ভাবও আছে।
ভারতের বিমান দূর্ঘটনায় কতগুলো মানুষের মৃত্যু হলো। মানুষের মৃত্যু কতটা অনিশ্চিত।
নীল ডেইজি.... কাগজে জলরঙ...
ফটো রেফারেন্স : World of flowers ফুলের ভুবন

আমার অনেক পছন্দের একজন কাঁশফুল আঁকার জন্য বলে ছিল। আঁকবো আঁকবো করে আঁকা হচ্ছিলো না। এ ফুল আঁকতে আমার ভালোই অবজারভেশন করত...
06/09/2025

আমার অনেক পছন্দের একজন কাঁশফুল আঁকার জন্য বলে ছিল। আঁকবো আঁকবো করে আঁকা হচ্ছিলো না। এ ফুল আঁকতে আমার ভালোই অবজারভেশন করতে হয়েছে। কত কত কাঁশফুলের ছবি যে জুম করে করে দেখেছি। তাও মন মত হয়নি আঁকা। Shahrin Islam Omee আপনার কাঁশফুল...
কাঁশফুল....
কাগজে জলরঙ....

ঈদ মোবারক সবাইকে।❤️❤️❤️
06/06/2025

ঈদ মোবারক সবাইকে।❤️❤️❤️

আমি ক্যালিগ্রাফার নই। নিজের একখানা দেয়ালে, লাগানোর জন্য শিমুল ফুল আর ক্যালিগ্রাফির সংমিশ্রণে করা কাজ।সুরা ইখলাস... কাগজে...
06/03/2025

আমি ক্যালিগ্রাফার নই। নিজের একখানা দেয়ালে, লাগানোর জন্য শিমুল ফুল আর ক্যালিগ্রাফির সংমিশ্রণে করা কাজ।
সুরা ইখলাস... কাগজে জলরঙ....

পরিবার, এ জিনিস টা থেকে কেন জানি বরাবরই আমি দূরে দূরেই থাকি। এইচ এস সি পরীক্ষার পর প্রথমবার আমি আমার চেনা জগৎ আমার মা বা...
05/25/2025

পরিবার, এ জিনিস টা থেকে কেন জানি বরাবরই আমি দূরে দূরেই থাকি। এইচ এস সি পরীক্ষার পর প্রথমবার আমি আমার চেনা জগৎ আমার মা বাবা, বোনদের ছেড়ে যাই পড়ালিখার জন্য। সেখানে আমি আমার চাচা চাচীর কাছে ছিলাম যারা আমার দ্বিতীয় মা বাবা আমার দ্বিতীয় পরিবার। আমার কাজিনদের আমি কোন দিন কাজিনই ভাবি নাই আপন ভাই বোনের মত ছিলাম। ইচ্ছা মত আমরা পাগলামি করতাম। কত কাহিনী যে আমরা মিলে করতাম। কোনদিন আমার প্রয়োজনগুলো বলতে হয় নাই তার আগেই সবকিছু হাতের কাছে পেতাম। পড়ালিখা শেষের দিকে বিয়ে হয়, আমি আসি আমার তৃতীয় পরিবারে, যেখানে শাশুড়ী রূপে মা পাই তিনি অনেক নরম মনের মানুষ আর আমি আরো দুটা বোন ভাই পাই। যারা বোন কম বান্ধবী বেশী। আমাদের সেই ঘুরতে যাওয়া, সন্ধ্যায় মা র অন্ধকারাচ্ছন্ন আলো আঁধারি রুমে বসে চা খাওয়া, আড্ডা দেয়া আর হা হা হি হি করে ঘর গরম করা। সেসব ফেলে আবার চলে আসলাম ভিন্ন দেশে, যেখানে আমরা একা। অনেক একা। আমরা দুজনেই পছন্দ করি ঘর ভর্তি মানুষ সেখানে আমরা এখন একা একাই থাকি দুই বাচ্চা নিয়ে। বাচ্চা দুজন আপনজনদের আদর ঠিক মত পায় না, আবদার করার মানুষ পায় না। আছে না মানুষ যা চায় তা সহজে পায় না। আমি বারবার পেয়েও আবার পাইনি।
এরপর বেছে নিলাম আঁকাআঁকির এ জগৎ। ঘরের কাজ, বাচ্চাদের কাজ, অফিস সব শেষে যখন বিষন্ন হই তখন এ আঁকা নিয়ে বসি। কেউ যদি জিজ্ঞেস করে আঁকাআঁকি আমার কাছে কি? - শখ, পেশা? তবে বলবো আঁকাআঁকি আমার ঔষধ। মন খারাপের, বিষন্নতার ঔষধ।😊😊😊
শিমুল ফুল... কাগজে জলরঙ....
ফটো রেফারেন্স : World of flowers ফুলের ভুবন

লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি...শোন গো দখিনো হাওয়া.....কাজ চলমান.....
05/23/2025

লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি...
শোন গো দখিনো হাওয়া.....
কাজ চলমান.....

প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই...আমি আর আমার চা......❤️❤️❤️❤️
05/21/2025

প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই...
আমি আর আমার চা......❤️❤️❤️❤️

কঠিনতম কৃষ্ণচূড়া.... কাগজে জলরঙ....
05/20/2025

কঠিনতম কৃষ্ণচূড়া....
কাগজে জলরঙ....

সখি শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়,পুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়....শিমুল ফুল... কাগজে জলরঙ....ফটো রেফারেন্স :...
05/16/2025

সখি শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়,
পুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়....
শিমুল ফুল...
কাগজে জলরঙ....
ফটো রেফারেন্স : World of flowers ফুলের ভুবন

সাত সাগরের ফেনায় ফেনায় মিশেআমি যাই ভেসে দূর দিশে.....
05/09/2025

সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে.....

মানুষকে খুশি করা, এটা বড় কঠিন কাজ। সে চেষ্টা করাটাই বৃথা। তবে একটা জিনিষ রিয়েলাইজ করা যায় কাজ চোর মানুষরা অযথা রাগ অভিমা...
05/06/2025

মানুষকে খুশি করা, এটা বড় কঠিন কাজ। সে চেষ্টা করাটাই বৃথা। তবে একটা জিনিষ রিয়েলাইজ করা যায় কাজ চোর মানুষরা অযথা রাগ অভিমান বেশি করে।😆😆😆
নয়নতারা... কাগজে জলরঙ.....

Address

West

Alerts

Be the first to know and let us send you an email when Maple Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maple Art Gallery:

Share